১১ সেপ্টেম্বর ২০২৫ - ১১:২৪
খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২-১৭ রবিউল আউয়াল ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী আয়োজিত এক আলোচনা সভা আজ বিকেল ৩টায় মহানগরীর শের-এ-বাংলা রোডস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. শাহাবুদ্দীন মাশায়েখী, আল্-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ সম্মানিত প্রতিনিধি।




বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. মো. জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও সরকারী কৌশলী (জিপি)


• অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামি স্টাডিজ বিভাগ, সরকারি বিএল কলেজ এবং খতিব, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ


• মাওলানা এ.এফ.এম নাজমুস সউদ, অধ্যক্ষ, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা, খুলনা


• মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ, সভাপতি, সম্মিলিত ওলামায়ে কেরাম ও জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ।


সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী, সভাপতি আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও অধ্যক্ষ, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম এ কাইউম। ইসলামি সংগীত পরিবেশনের পর পর্যায়ক্রমে প্রধান ও বিশেষ অতিথিসহ উপস্থিত আলেমরা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং ইসলামী ঐক্যের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।


বক্তারা বলেন, “মহানবী হযরত মুহাম্মাদ (সা.আ.)-এর শিক্ষা হলো মানবতার মুক্তি ও মুসলিম উম্মাহর ঐক্য।” তাঁরা জোর দিয়ে উল্লেখ করেন, আজকের বিশ্বে সুন্নি-শিয়া সকল মুসলমানের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য অটুট রাখাই সময়ের প্রধান দাবি।


এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সুন্নি ও শিয়া আলেমবৃন্দও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে নামাজের বিরতি দেওয়া হয়। পরবর্তীতে মিলাদুন্নবীর মাহাত্ম্য নিয়ে দোয়া পরিচালিত হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা।

Tags

Your Comment

You are replying to: .
captcha